Logo
Logo
×

সংবাদ

নয়া দিল্লি থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবেন অমিত শাহ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:৪০ এএম

নয়া দিল্লি থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবেন অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন যে, নয়া দিল্লি ও আশপাশের এলাকায় বসবাসরত কথিত বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই বিষয়ে তিনি দিল্লি পুলিশকে নির্দেশনা দিয়েছেন।

শুক্রবার, মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চান দিল্লির কোন কোন এলাকায় কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা বসবাস করছেন এবং তাদের কীভাবে চিহ্নিত করা হচ্ছে।

অভিযান ও অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ

দিল্লির বিভিন্ন কলোনিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের তালিকা তৈরি করা হচ্ছে।

ভুয়া নথিপত্র বা কোনো কাগজপত্র ছাড়াই বসবাসকারীদের শনাক্তের কাজ শুরু হয়েছে।

পুলিশ বিস্তারিত তদন্ত ও নজরদারি চালাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,  "অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যত দ্রুত সম্ভব তাদের শনাক্ত করে ফেরত পাঠাতে হবে।"

সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা

শুধু অবৈধ অভিবাসীরাই নয়, যারা তাদের আশ্রয় বা সহযোগিতা দিচ্ছেন, তাদেরও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। তিনি পুলিশ কর্মকর্তাদের স্পষ্ট করে বলেন, "এটি একটি বড় নেটওয়ার্ক, যা ধ্বংস করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে যতটা কঠোর হওয়া প্রয়োজন, ততটাই কঠোর হতে হবে।"

দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই নতুন অভিযান পরিচালনা করা হবে এবং সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালানো হবে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন