Logo
Logo
×

সংবাদ

সীমান্তের কাছে আইএসআই জড়ো হওয়ার খবর খাঁটি কল্পকাহিনী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

সীমান্তের কাছে আইএসআই জড়ো হওয়ার খবর খাঁটি কল্পকাহিনী

ভারতের নয়াদিল্লির ‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘খাঁটি কল্পকাহিনী’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ফ্যাক্ট-চেকিং উইং ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’। আজ শনিবার (১ মার্চ) প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় সেই খবরের শিরোনাম ছিল ‘আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো জড়ো হচ্ছে’। তবে প্রতিবেদনটি সংবাদমমাধ্যমটির একেবারেই কল্পনাপ্রসূত বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

প্রেস উইং জানায়, শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনকে বাংলাদেশিরা উৎখাত করার পর থেকে এই ধরনের অন্যান্য গালগল্পের মতো এটিও আরেকটি গল্প, যেখানে কোনো প্রমাণ কিংবা কোনও নামধারী উৎসের কথা উল্লেখ করা হয়নি।

মূলত, খবরটিতে এক উৎস হিসেবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য ব্যবহার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে উলফা নেতা পরেশ বড়ুয়া তার আগের জঙ্গি কার্যক্রম পুনরায় শুরু করার কোনো ইচ্ছা রয়েছে।

ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে যে, বড়ুয়াকে শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে’। তবে বাস্তবে তিনি পলাতক এবং চীনে অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পত্রিকাটি বাংলাদেশের ‘আরবি, উর্দু ও বাংলা’ মাধ্যমের যোগাযোগে আড়ি পেতেছে।

প্রেস উইং জানিয়েছে, এই গল্পটি খাঁটি কল্পকাহিনী এবং ট্রিবিউনের কাছে ‘বিশেষ’; কারণ এটির অস্তিত্ব কেবল তার কর্মীদের কল্পনায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন