পাঁচ দফা দাবিতে পোস্ট গ্র্যাজুয়েট ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সারাদেশের বিভিন্ন হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। তবে জরুরি বিভাগ, সিসিইউ ও আইসিইউ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।
শুক্রবার ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’ এক বিবৃতিতে কর্মবিরতির ঘোষণা দেন। সংগঠনটি জানায়, স্বাস্থ্যখাতের সংকট নিরসনে পাঁচ দফা দাবির বাস্তবায়নে এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন।
সংগঠনটি সব সরকারি ও বেসরকারি চিকিৎসকদের কর্মবিরতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। সারাদেশে প্রায় ১০ হাজার পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।