Logo
Logo
×

সংবাদ

হঠাৎ ডিপ স্টেট ও উত্তরপাড়া নিয়ে উপদেষ্টা আসিফের স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম

হঠাৎ ডিপ স্টেট ও উত্তরপাড়া নিয়ে উপদেষ্টা আসিফের স্ট্যাটাস

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া, অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষাকে বর্তমান সরকার প্রশ্রয় দেয়নি বলে মন্তব্য করেছেন।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৭টা ১৮ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 


পোস্টে তিনি লিখেন, ‘এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা।

আওয়ামী পূনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া, অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাংক্ষা। কোনটাকেই এই সরকার এখন অব্দি প্রশ্রয় দেয় নি। ফলে ভেতর-বাহির থেকে অসহযোগিতা তো আছেই।’

তিনি আরও লিখেন, ‘সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধন কাজ করার সৎ নিয়ত থাকবে জনগণ সমর্থন দিয়ে যাবে এটাই প্রত্যাশা।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন