Logo
Logo
×

সংবাদ

দাবি আদায়ে অনড় আহতরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

দাবি আদায়ে অনড় আহতরা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের ১ নম্বর গেটে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতার আওতায় আনাসহ তিন দফা দাবিতে ৫ ঘণ্টার বেশি সময় ধরে বসে আছেন আন্দোলনকারীরা। তারা ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত  অবস্থান ছাড়া হবে না। আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মিছিল নিয়ে এসে কার্যালয়ের সামনে বসে পড়েন তারা।

শহীদ পরিবার ও আহতদের পক্ষে সমন্বয়ক আরমান হোসেন বলেন, এই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা আমরা। আমাদের রক্তের ওপর অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে আছে। অথচ দীর্ঘ সময় ধরে আমরা এখানে অবস্থান করছি কোনো সমাধান হচ্ছে না। আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে সরকার পক্ষ থেকে এই দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হোক। যদি আমাদের দাবি মানা না হয় তবে আমরা রাস্তা অবরোধ করবো। 

তিনি আরও বলেন, আমরা সুশৃঙ্খলভাবে দাবি আদায়ের ব্যাপারে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত পেতে চাই। আমরা দাবি জানিয়েছি যেন আহতদের তালিকা তৈরিতে ক্যাটাগরি বৈষম্যের অবসান করা হয়। এখন তিনটি ক্যাটাগরি বিদ্যমান। সেটি বাতিল করে ২টি ক্যাটাগরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন