
জুলাই আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৬ দিনের এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ বুধবার এ আদেশ দেন।
এর আগে কারাগারে থেকে আনিসুলসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়।