Logo
Logo
×

সংবাদ

রাজধানীর তল্লাশিচৌকি পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম

রাজধানীর তল্লাশিচৌকি পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ বুধবার ভোরে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তল্লাশিচৌকি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি কয়েকটি থানাও ঘুরে দেখেন।

বারিধারা ডিওএইচএসের বাসভবন থেকে বেরিয়ে তিনি বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ ও নিউমার্কেট থানা পরিদর্শন করেন। এরপর তিনি শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল ও পুলিশ প্লাজা হয়ে গুলশান থানায় যান।

পরিদর্শনের সময় তিনি দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তিনি গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসভবনে ফিরে যান।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন