Logo
Logo
×

সংবাদ

বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে গাজীপুরে রেললাইন অবরোধ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে গাজীপুরে রেললাইন অবরোধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের একটি বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা ওই এলাকা অবরোধ করে রাখে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে গেছে।

এই বিশ্ববিদ্যালয়টির পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। সম্প্রতি নাম পরিবর্তন করে ‌গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করে অন্তর্বর্তী সরকার।

তবে এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে আজ বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।

স্থানীয় এক সাংবাদিকের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা জানায়, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশের পর নাম পছন্দ না হওয়ায় তা পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখার দাবি করেছে শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ করছে তারা।

এর আগে আরও দুই দিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। সে সময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন।

আজ সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে। পরে এক পর্যায়ে পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে। তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ দাবিতে শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি ও খোলা চিঠিও পাঠিয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন