Logo
Logo
×

সংবাদ

আউটসোর্সিং কর্মচারীদের পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম

আউটসোর্সিং কর্মচারীদের পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ করেন তাঁরা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা অবরোধের পর পুলিশের জলকামান ও টিয়ারগ্যাস ছুড়লে ছত্রভঙ্গ হয়ে পড়েন তাঁরা। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অনেক দিন ধরে আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছেন অবরোধকারীরা। তাঁরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার দাবি জানান।

 শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা কয়েকশ আউটসোর্সিং কর্মচারী সমাবেশ করেন। পরে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তাঁরা। বিকেল ৩টার দিকে সড়ক অবরোধ করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল পুরো বন্ধ হয়ে যায়।

সরেজমিন দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক কর্মচারী সড়কে অবস্থান নেয়। এ সময় তাঁরা চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি জানান। এ সময় কেউ কেউ সড়কে শুয়ে পড়তেও দেখা যায়।

অবরোধকারীরা জানান, দীর্ঘদিন ধরেই চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসা হচ্ছে। কিন্তু স্থায়ীকরণ করা হচ্ছে না। তাই দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন কর্মচারীরা। বিকেল ৪টার পর জাতীয় ঈদগাহের দিকে প্রায় শতাধিক পুলিশ অবস্থান নেয়। পুলিশের জলকামান ও প্রিজনভ্যান রাখা হয়। অবরোধকারীদের সড়ক ছেড়ে আন্দোলন চালিয়ে যেতে অনুরোধ জানায় পুলিশ। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত সড়কেই অবস্থান নেয় কর্মচারীরা। পরে সোয়া ৫টার দিকে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে অবরোধকারীদের পল্টনের দিকে ছত্রভঙ্গ হয়ে চলে যান। এ সময় অবরোধকারী কয়েকজনকে পুলিশ আটক করতেও দেখা যায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন