Logo
Logo
×

সংবাদ

২১ ফেব্রুয়ারি কাশিয়ানীতে আ.লীগের মশাল মিছিল দাবিতে সংখ্যালঘু জোটের পুরানো ভিডিও প্রচার

Icon

রিউমর স্ক্যানার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম

২১ ফেব্রুয়ারি কাশিয়ানীতে আ.লীগের মশাল মিছিল দাবিতে সংখ্যালঘু জোটের পুরানো ভিডিও প্রচার

গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোপলগঞ্জের কাশিয়ানী উপজেলায় শহীদ মিনার প্রাঙ্গণে মশাল মিছিল দাবিতে একটি ভিডিও প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। ভিডিওটি আওয়ামী লীগ সমর্থকদের বিভিন্ন ফেসবুক প্রোফাইল, পেজ ও গ্রুপ থেকে প্রচার হতে দেখা যায়। এছাড়া, ভিডিওগুলোর মন্তব্যে অনেকেই একে আওয়ামী লীগের কর্মসূচি বলে ধারণা করেছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি গত ২১ ফেব্রুয়ারি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামী লীগের মশাল মিছিলের ভিডিও নয়। বরং, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের দৃশ্যকে বিভ্রান্তিকরভাবে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করার ফলে BD News Digital নামক একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর আপলোড হওয়া একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির একটি ফ্রেমে থাকা মেয়ের চেহারার সাথে উক্ত ভিডিওর ফ্রেমের সাদৃশ্য পরিলক্ষিত হয়।

ভিডিওটিতে ক্যাপশনে #hindu হ্যাশট্যাগ ব্যবহার করে বলা হয়, সংখ্যালঘুদের মশাল মিছিল। এছাড়াও, ‘Md Azajul Islam’ নামের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর আপলোডকৃত একই ঘটনার আরও একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর কিছু ফ্রেমের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর কিছু ফ্রেমের সাদৃশ্য পরিলক্ষিত হয়।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কালবেলা এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ‘৮ দফা দাবিতে নতুন কর্মসূচি সম্মিলিত সংখ্যালঘু জোটের’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মন্দির ও ঘর-বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোনকে ধর্ষণ ও অপহরণ, সীমান্তে হত্যার বিচার এবং ধর্ম অবমাননার দায়ে আইন ও প্রশাসনের সম্মুখে উৎসব মন্ডলকে পিটিয়ে হত্যার চেষ্টা। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং পূর্বঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের উদ্যোগে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পূর্বঘোষিত এই বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।


পরবর্তীতে, গোপলগঞ্জের কাশিয়ানী উপজেলায় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল হয়েছে কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “২১শের প্রথম পহরে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন”। ভিডিওতে কিছু ব্যক্তিকে মশাল হাতে একটি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সুতরাং, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের দৃশ্যকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের মশাল মিছিল দাবিতে করে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন