Logo
Logo
×

সংবাদ

কড়াইল বস্তি ও খিলগাঁওয়ে অগ্নিকাণ্ড: পুড়েছে ৮১ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

কড়াইল বস্তি ও খিলগাঁওয়ে অগ্নিকাণ্ড: পুড়েছে ৮১ স্থাপনা

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬১টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৪ মিনিটে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম।  

দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় খিলগাঁও তালতলায় দুইতলা একটি স’মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন গ্যারেজে ছড়িয়ে পড়লে সিলিন্ডার বিস্ফোরিত হয়।  

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২০টি দোকান ও দুটি স’মিল পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন