Logo
Logo
×

সংবাদ

দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ে স’মিলের আগুন নিয়ন্ত্রণে

Icon

ইউএনবি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ে স’মিলের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর খিলগাঁও এলাকার তালতলা চৌরাস্তার পাশে গ্যারেজ পট্টিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

পরে আগুন নিয়ন্ত্রণে তাদের তিনটি ইউনিটের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এফএসসিডি) প্রধান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন উদ্ধার কাজ চলছে।

এরআগে তিনি বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

আনোয়ারুল ইসলাম বলেন, খিলগাঁও থানার পেছনই এই গ্যারেজ পট্টি। সেখানে পাশাপাশি অনেকগুলো গাড়ির গ্যারেজ রয়েছে।

তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এদিকে আগুনের কারণে তালতলা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক দূর থেকে আগুনের শিখা দেখা গেছে। ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়।

গাড়ির গ্যারেজে আগুন ছড়ানোর পর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন