Logo
Logo
×

সংবাদ

নাটোরে ব্যবসায়ীকে গুলি: নিজ সন্তানই হামলাকারী, পুলিশের দাবি

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম

নাটোরে ব্যবসায়ীকে গুলি: নিজ সন্তানই হামলাকারী, পুলিশের দাবি

বাঁ দিক থেকে ওসমান গণি ও তার ছেলে আসাদুজ্জামান বল্টু।

নাটোরের সিংড়া উপজেলায় মসজিদের সিঁড়িতে গুলিবিদ্ধ ব্যবসায়ী ওসমান গণির হামলাকারী হিসেবে তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ১৮ দিনের তদন্ত শেষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সিংড়ার চৌগ্রামের বাসা থেকে তাকে আটক করা হয়।  

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাবাকে গুলি করার কথা স্বীকার করেছেন বল্টু। তিনি জানিয়েছেন, প্রায় ৬০-৭০ লাখ টাকা দেনার কারণে সম্পত্তি বিক্রি ও ভোগের পরিকল্পনায় তিনি এ ঘটনা ঘটান। ঢাকায় গিয়ে পিস্তল কিনে এনে ১ ফেব্রুয়ারি ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় মসজিদের সিঁড়িতে বাবাকে পেছন থেকে গুলি করেন তিনি।  

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিংড়া আমলি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আহত ওসমান গণি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, ঘটনার দিন তার মেয়ে বেবি খাতুন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছিলেন, যা পরে তদন্তে বল্টুর বিরুদ্ধে প্রমাণ মেলে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন