সুপ্রিম কোর্টের রায়ে ২৭তম বিসিএসের ১,১৩৭ জনের চাকরি পুনর্বহাল

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৭ বছর আগে ২৭তম বিসিএস পরীক্ষায় চাকরিবঞ্চিত ১,১৩৭ জন প্রার্থীর চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি), প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ের পটভূমি:
২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্ট ২০০৮ সালের ৩ জুলাই রায় দেন। এরপর, ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগও একই রায় বহাল রাখেন।
এ রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) জন্য ১,১৩৭ জন চাকরিবঞ্চিত প্রার্থীর পক্ষ থেকে ১৪০ জন পৃথক আবেদন করেন। পরবর্তী শুনানিতে ২০২৩ সালের ৭ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করেন। সেই ধারাবাহিকতায় পৃথক তিনটি আপিলের শুনানি শেষে আজকের রায় দেওয়া হলো।
আদালতে শুনানি:
আপিলকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
পিএসসির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।
২৭তম বিসিএস নিয়ে আইনি জটিলতা:
১/১১ সরকারের সময় ২৭তম বিসিএসের দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হলেও তত্ত্বাবধায়ক সরকার ৩০ মে ওই পরীক্ষার ফল বাতিল করে। এরপর, ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেওয়া হয়, যেখানে ৩,২২৯ জন উত্তীর্ণ হন এবং পরবর্তীতে নিয়োগ পান।
উচ্চ আদালতে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হলে ২০০৮ সালে হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেন। তবে ২০০৯ সালে আরেকটি বেঞ্চ দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে অবৈধ ঘোষণা করেন।
সরকারের লিভ টু আপিল নিষ্পত্তির পর ২০১০ সালে আপিল বিভাগ দ্বিতীয় মৌখিক পরীক্ষার বৈধতা স্বীকার করেন। পরবর্তী রিভিউ আবেদনের পর আজকের রায়ে ১,১৩৭ জন চাকরিবঞ্চিত প্রার্থী চাকরি ফিরে পেলেন।