Logo
Logo
×

সংবাদ

বিএনপির ২০২৩ সালের মশাল মিছিলের ভিডিও হরতাল সমর্থনে আ.লীগের বলে প্রচার

Icon

রিউমর স্ক্যানার

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

বিএনপির ২০২৩ সালের মশাল মিছিলের ভিডিও হরতাল সমর্থনে আ.লীগের বলে প্রচার

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৮ জানুয়ারি রাতে ফেব্রুয়ারি মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়।  কর্মসূচিগুলোর মধ্যে একটি ছিল ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। এরই প্রেক্ষিতে গতকাল ১৭ ফেব্রুয়ারি রাতে সিলেটে হরতাল সফল করার লক্ষ্যে মশাল মিছিলের দৃশ্য দাবিতে বিভিন্ন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ১৮ আজ ফেব্রুয়ারির হরতাল সমর্থনে গতকাল ১৭ ফেব্রুয়ারি রাতে সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিলের নয় বরং, এটি ২০২৩ সালে সিলেটে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিলের ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে জাতীয় দৈনিক সমকালের লোগো ও ‘সিলেট’ লোকেশন আইকন দেখতে পাওয়া যায়৷ 

উক্ত সূত্রে সমকালের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর কিছু অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

সমকালের উক্ত ভিডিওটির ০০:১৮ থেকে ০০:৪৫ সেকেন্ড পর্যন্ত ও ০১:১১ থেকে ০১:৩৬ সেকেন্ড পর্যন্ত অংশ ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র অনলাইন সংস্করণে ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত ‘সিলেটে হরতালের সমর্থনে বিএনপির মশালমিছিল, পুলিশের ফাঁকা গুলি’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর সাথে আলোচিত ভিডিওতে থাকা দৃশ্যাবলির মিল পাওয়া যায়।

প্রতিবেদনে থাকা তথ্যানুযায়ী, সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তফসিল বাতিলের দাবি এবং রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন। 


উপরিউক্ত তথ্যাবলি পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওটি ২০২৩ সালের ১৮ নভেম্বর  হরতাল সমর্থনে সিলেটে বিএনপির মশাল মিছিলের৷ অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি হরতাল সমর্থনে সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিলেরও দৃশ্য নয়৷

তবে, প্রচারিত ভিডিওটি সিলেটে হরতাল সমর্থনে আওয়ামী লীগের মশাল মিছিলের কোনো দৃশ্যের না হলেও গতকাল রাতে সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের হরতাল সমর্থনে মশাল মিছিলের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি হরতালের সমর্থনে সিলেটে মিছিল দাবিতে  একই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

সুতরাং, আজ ১৮ ফেব্রুয়ারি হরতাল সমর্থনে সিলেটে গতকাল ১৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের মশাল মিছিলের দৃশ্য দাবিতে ২০২৩ সালে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিলের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।-

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন