মেট্রোরেল বন্ধের হুমকি: চাকরি বিধি চূড়ান্ত না হলে ২১ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মীরা ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধি চূড়ান্ত করার সময়সীমা বেঁধে দিয়েছেন। তাদের দাবি, এই সময়ের মধ্যে সম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ রাখা হবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মীরা জানিয়েছেন, পাঁচ মাস পেরিয়ে গেলেও বিধিমালা চূড়ান্ত হয়নি। ফলে মেট্রোরেল পরিচালনায় সংকট তৈরি হচ্ছে। ইতোমধ্যে ২০০ জন দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছেড়েছেন।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে, তবে দ্রুতই চূড়ান্ত করা সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয়।