Logo
Logo
×

সংবাদ

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তাপাড়ে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তাপাড়ে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি

তিস্তাপাড়ের অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত

'জাগো বাহে তিস্তা বাঁচাই'স্লোগানে তিস্তাপাড়ে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তা নদীর পানি চুক্তিসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের  লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একসঙ্গে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম দিনে আজ কুড়িগ্রামের রাজারহাটের বুড়ির হাট তিস্তা নদীর বাঁধ এলাকার কর্মসূচি চলছে। এখানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের অংশ নেওয়ার কথা রয়েছে । এছাড়াও ১১টি পয়েন্টে বিএনপির কেন্দ্রীয়,বিভাগীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত থাকবেন।

আয়োজকরা বলছেন, পানির ন্যায্য হিস্যা আদায়সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির সঙ্গে উজানের রাষ্ট্র ভারত তিস্তার পানি নিয়ে বাংলাদেশের সঙ্গে যে বৈষম্য করে আসছে সে বিষয়টি গোটা বিশ্ববাসীকে জানানো হবে এ কর্মসূচির মাধ্যমে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা রংপুরে তিস্তা নদী নিয়ে গণশুনানি করে গেছেন। পাশাপাশি চলতি বছর তারা তিস্তায় কিছু কাজ করার কথাও বলে গেছেন। কিন্তু তিস্তাপাড়ের মানুষ চায় স্থায়ী সমাধান। কারণ প্রতি বছর তিস্তার কারণে ক্ষতিগ্রস্ত মানুষগুলো সংকট কাটিয়ে ওঠার আগে আবারও ক্ষতির মুখে পড়ছেন। এভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে লাখো পরিবার। 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই এলাকায় কর্মসূচি চলছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন