Logo
Logo
×

সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন ২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন ২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণা ইত্যাদি ক্ষেত্রে অনন্যসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ প্রদানের জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সিরাজ উদ-দৌলা খান।

এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলীর অনুবাদ ও বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ এবং প্রসারে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক-২০২৫ পাচ্ছেন জোসেফ ডেভিড উইন্টার (Joseph David Winter)।

মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালনে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে দেশি ও বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ (International Mother Language National Award) ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক’ (International Mother Language International Award) প্রদান করা হয়ে থাকে। পদকের সংখ্যা ৪টি। এরমধ্যে জাতীয় ক্ষেত্রে ২টি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ২টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পদক দেওয়া হয়।

এতে আরও বলা হয়, পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক (Gold Medal), সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার প্রদান করা হয়। এ বছর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ এ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫ (জাতীয় ও আন্তর্জাতিক) প্রদান করবেন।

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়া হয়। এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ২১ ফেব্রুয়ারি দুপুর ৩টায় ইউনেস্কো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা প্রদান করবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন