বাংলাদেশের রাজনৈতিক তহবিল বাতিল করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের উন্নয়নে বরাদ্দকৃত ২৯ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভারতের ২১ মিলিয়ন ডলারের তহবিলসহ বেশ কয়েকটি দেশের জন্য নির্ধারিত আন্তর্জাতিক সহায়তা বাতিল করা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন সংস্থা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) এই সিদ্ধান্ত নিয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে বাজেট কমানোর অংশ হিসেবে এই সহায়তা বাতিলের ঘোষণা আসে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে বড় ধরনের কাটছাঁট করছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ তহবিল বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ছাড়াও মোজাম্বিক (১০ মিলিয়ন ডলার), কম্বোডিয়া (২.৩ মিলিয়ন ডলার), সার্বিয়া (১৪ মিলিয়ন ডলার), মলদোভা (২২ মিলিয়ন ডলার), নেপাল (৩৯ মিলিয়ন ডলার), মালি (১৪ মিলিয়ন ডলার) সহ আরও কয়েকটি দেশের সহায়তাও বাতিল করা হয়েছে।
ইলন মাস্ক এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেছেন, “বাজেট কাটছাঁট না করলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে”। তিনি মনে করেন, এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনার অংশ।
বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রের ভূমিকায় পরিবর্তন আসে। বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশ, ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।