
না ফেরার দেশে চলে গেলেন গায়ক প্রতুল মুখোপাধ্যায়। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন জনপ্রিয় তিনি। কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন। সেখানেই চিকিৎসা চলছিল।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মৃত্যু হয় বর্ষীয়ান এই শিল্পীর। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
জানা গেছে, অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এই শিল্পী। গত সোমবার রাতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়।
প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলা সঙ্গীত জগত এক মহান শিল্পীকে হারাল। গণসংগীতের জগতের সঙ্গে যুক্ত থাকা এবং মূলধারার বাইরে থেকেও সাধারণ মানুষের মাঝে দেশপ্রেম ও সাম্যের বার্তা পৌঁছে দিতে তার গান বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল।