Logo
Logo
×

সংবাদ

আজ শবেবরাত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ এএম

আজ শবেবরাত

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। মুসলিম উম্মাহ হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখের এই রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকে।  

শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন এবং আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে। তিনি এই রাতে আল্লাহর অসীম রহমত ও বরকতের কথা উল্লেখ করে সকলকে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানান।  

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, কুরআন তিলাওয়াত ও হামদ-নাতসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন মসজিদেও নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল শবে বরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল ইবাদত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন