লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৫ অভিবাসন-প্রত্যাশী

লিবিয়ার বেনগাজী থেকে ১৪৫ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। লিবিয়ায় অবস্থানকালে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সতর্ক করেছেন, যেন আর কেউ এই বিপজ্জনক পথ বেছে না নেয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিতদের প্রত্যেককে ছয় হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সুবিধা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের সহায়তা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম একযোগে কাজ করে যাচ্ছে।