Logo
Logo
×

সংবাদ

শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, ছয় দফা দাবিতে লাগাতার কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম

শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, ছয় দফা দাবিতে লাগাতার কর্মসূচি

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা ছয় দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা শহীদ মিনারের চারপাশে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অনেকে রাত থেকেই অবস্থান নিয়েছেন, সামিয়ানা টাঙিয়ে রাত্রিযাপনের ব্যবস্থাও করেছেন তারা।

বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডের নামে প্রহসনমূলক বিচার বন্ধ করতে হবে। অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ দিতে হবে। কারাবন্দিদের মুক্তি ও স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি আমরা লাগাতার অবস্থান করব। এর মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ছয় দফা দাবি

 চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরকারি সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

 কারাবন্দিদের মুক্তি: হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া কারাবন্দিদের দ্রুত মুক্তি দিতে হবে।

 স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন: গঠিত কমিশন নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে প্রকৃত ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের চিহ্নিত করুক।

 ৭৪ শহিদের হত্যার বিচার: পিলখানার ৫৭ সেনা কর্মকর্তা, ১০ বিডিআর সদস্যসহ ৭৪ জনের হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

 বিডিআর নাম পুনর্বহাল: বিজিবি নাম বাতিল করে ঐতিহ্যবাহী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে।

 শহিদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা: পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারীরা “বিজিবি না বিডিআর—বিডিআর, বিডিআর”, “দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা” স্লোগান দিচ্ছেন।

অবস্থান কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত আছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন