Logo
Logo
×

সংবাদ

৩২ নম্বর থেকে সিআইডির ‘হাড়ের আলামত’ সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৩ পিএম

৩২ নম্বর থেকে সিআইডির ‘হাড়ের আলামত’ সংগ্রহ

ধানমন্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ থেকে ‘কিছু হাড়গোড়’ পাওয়ার কথা জানিয়েছে সিআইডি।

সোমবার সকাল পৌনে ৮টায় সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ শুরু করে, যা সোয়া ১০টার দিকে শেষ হয়। ধানমন্ডি থানার ওসি জানান, হাড়গোড় মানুষের নাকি অন্য প্রাণীর তা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

গত বুধবার ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়। বৃহস্পতিবার সেখানে লুটপাটের পর গরু জবাই করে জেয়াফত হয়। এরপর ধ্বংসস্তূপ থেকে রড ও বৈদ্যুতিক তার সংগ্রহ করতে দেখা গেছে।

ঢাকার বাইরে বঙ্গবন্ধু ও শেখ পরিবারের ভাস্কর্য-ম্যুরাল ভাঙচুর এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন