টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন
বাংলাদেশ-ভারতের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা

ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভারতের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। গত বুধবার ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ উসকানিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বাংলাদেশ ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে তলব করে ঢাকা। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে।
আজ শুক্রবার (৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বুধবার তিনি অনলাইনে এক বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘মৃতদেহের উপর দিয়ে হেঁটে’ ক্ষমতা দখলের অভিযোগ করেন। এর আগে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশারকে তলব করে গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তি জানায়। এছাড়া শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য দুই দেশের মধ্যকার সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক নয় বলেও জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে অবস্থানকালে শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে মিথ্যা ও উসকানিমূলক বিবৃতি থেকে বিরত রাখতে বলা হয়েছে। এছাড়া পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাব নিয়ে অবিলম্বে এবং যথাযথ পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গতকাল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করে বলেছেন, ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য-বিবৃতির কারণে বুধবার (৫ ফেব্রুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর এবং আজ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।