সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয় : হাসনাত

লাইভ থেকে নেওয়া ছবি।
আমলাদের সতর্ক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনা তাদের পুনর্বাসন করবেন এমন ধারণা পোষণ না করতে বলেছেন তিনি।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি বলেন, ‘আমি খুব করে চাইবো, সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয়।’
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মন থেকে চাইবো কোনো এক সময়, হয়তো এই বছর না হোক, ১০ বছর পর হোক...সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন।’
তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে, আপনারা ধানমন্ডির সাথে ভারতের সাথে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে।’
তার দাবি, আওয়ামী লীগ শাসনামলের মতো পাঁচই অগাস্টের পর ভিন্নমত রুদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে কেউ যাতে জমি দখল বা অন্য কোনোভাবে ব্যক্তি জায়গায় নিতে না পারে সেজন্যও সচেতন থাকার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।