Logo
Logo
×

সংবাদ

ধানমন্ডি ৩২-এ মাটির নিচে পাঁচতলা 'আয়নাঘর'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ এএম

ধানমন্ডি ৩২-এ মাটির নিচে পাঁচতলা 'আয়নাঘর'

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র-জনতা। বুধবার রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুরের পর বৃহস্পতিবার (৬  ফেব্রুয়ারি) সকাল থেকেই সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পূর্ণ।

ধানমন্ডি ৩২ নম্বরে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটা খুবই সন্দেহজনক।

উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এ বাড়ির নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে।’

ছাত্র-জনতার দাবি, এ গোপন কাঠামো আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাত শেখ হাসিনার বাহিনী। ডিজিএফআই, ডিবি আয়না ঘরের আড়ালে হাসিনা দল আওয়ামী লীগ আরেক নতুন আয়না ঘর তৈরি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা দরকার।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন