৩২ নম্বরে আওয়ামী লীগ সন্দেহে নারীসহ দুইজনকে গণপিটুনি

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্দেহে এক নারীসহ দুইজনকে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা। পরে তাদের তাড়িয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড়ের মধ্যে এক নারী ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এবং এক ব্যক্তি কথোপকথনের সময় ‘আপার বাড়ি বলায় উত্তেজিত জনতা তাদের ওপর চড়াও হয়। তাদের মারতে মারতে প্রধান সড়কে নিয়ে যাওয়া হয়, পরে কিছু ব্যক্তি হস্তক্ষেপ করে তাদের রিকশায় তুলে দেন।
বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'বুলডোজার মিছিল' কর্মসূচি থেকে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু হয়। প্রথমে একটি ক্রেন ও দুটি এক্সক্যাভেটর দিয়ে বাড়ি ভাঙার কাজ চললেও বৃহস্পতিবার সকালে শুধু একটি এক্সক্যাভেটর দেখা যায়, যা পরে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।
এদিকে, উৎসুক জনতাকে বাড়ির রড, দরজা ও অন্যান্য আসবাবপত্র সরিয়ে নিতে দেখা যায়। এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন শেখ মুজিবের স্মৃতি জড়িত এই বাড়িতে আগুন দেওয়া হয়।
বাড়ি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতারই একটি বহিঃপ্রকাশ।