
বৃহস্পতিবার রাতে একাংশ ভাঙার পর বৃহস্পতিবার সকালেও ভাঙা হচ্ছে থানমন্ডির ৩২ নম্বর বাড়ি।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণে ক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালেও ভবনটিকে বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়।
ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, "পুলিশ কোনো পাহারা-টহলে নেই"।
শুধু ৩২ নম্বর নয়, হামলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সংশ্লিষ্টদের বাড়িঘর ও অফিসে আক্রমণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ কয়েকটি জায়গায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও অন্যান্য স্থাপনা ধ্বংস করা হয়। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলকও ভেঙে ফেলা হয়।