Logo
Logo
×

সংবাদ

ছয়টি বিমান নামতে পারেনি শাহজালালে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম

ছয়টি বিমান নামতে পারেনি শাহজালালে

রবিবার মধ্যরাতে শুরু হওয়া ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ বেশ ঝাপসা হয়ে যায়। রানওয়ে স্পষ্টভাবে না দেখতে পাওয়ায় ছয়টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। পরে এগুলোর মধ্যে তিনটি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এবং বাকি তিনটি সিলেট বিমানবন্দরে নেমে যায়।

রাত আড়াইটা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকে। সকাল ১০টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এতে নির্ধারিত সময়ে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন