Logo
Logo
×

সংবাদ

ভূমধ্যসাগর তীরে আসা মরদেহের অধিকাংশ বাংলাদেশির, ধারণা রেড ক্রিসেন্টের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ এএম

ভূমধ্যসাগর তীরে আসা মরদেহের অধিকাংশ বাংলাদেশির, ধারণা রেড ক্রিসেন্টের

লিবিয়ার ভূমধ্যসাগর তীরে ভেসে আসা ২০ জনের মরদেহের অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশির বলে ধারণা করেছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি।

তবে শনিবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেয়, মরদেহগুলোর সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না বলে তাদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, আজদাতিয়ায় মরদেহগুলো দাফন করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, ডুবে যাওয়া একটি নৌকার আরোহীদের মরদেহ সাগরে ভেসে এসে তীরে আটকে থাকতে পারে। বিষয়টি নিশ্চিত করতে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার অন্যতম রুট লিবিয়া। অতিরিক্ত যাত্রীবোঝাই ছোট নৌকায় সাগর অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে প্রতিবছর বহু অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন