জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল এ মাসের প্রথমার্ধেই আসছে বলে গণমাধ্যমে খবর এসেছে।
দৈনিক ইত্তেফাক বিভিন্ন সূত্রের বরাতে বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্ভবত এ দলের আহ্বায়ক হবেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং দলের নামও ঠিক হয়নি।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনসহ আরও কয়েকজন শীর্ষ নেতা সদস্যসচিব ও গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন। এ ক্ষেত্রে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম নতুন দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন বলে শোনা যাচ্ছে। তিনি পদত্যাগ করলে তাঁর স্থানে নাগরিক কমিটি থেকে আলী আহসান জুনায়েদ বা আখতার হোসেনকে সরকারে উপদেষ্টা হিসেবে নেওয়া হতে পারে।
জানা গেছে, নতুন দল গঠনের ঘোষণা আসতে পারে চলতি মাসের প্রথমার্ধেই। এর পর থেকেই সারা দেশে ১৫ দিনের লংমার্চের মাধ্যমে দলটি তাদের কার্যক্রম শুরু করবে। লংমার্চ রংপুরে শুরু বা চট্টগ্রামে শেষ করার আগে বা পরে দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।
ঈদের পর কাউন্সিল করে দলের গঠনতন্ত্র ও কাঠামো চূড়ান্ত করা হবে। এরপর নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করা হবে। ইতিমধ্যে সারা দেশে জেলা-উপজেলায় কাঠামো গড়ে তোলার কাজ চলছে। নাগরিক কমিটির নেতারা বলছেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারাই নতুন দল পরিচালনা করবেন।