প্রতীকী ছবি
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এতে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়ছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৫ টাকা থেকে ১২৬ টাকা ও পেট্রোল ১২১ টাকা থেকে বেড়ে ১২২ টাকায় বিক্রি হবে। শনিবার থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।
এর আগে গত ১ জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমিয়েছিল সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়।