Logo
Logo
×

সংবাদ

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএম

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বিদ্রোহী এম-২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষীর মৃত্যু ঘটেছে। তবে এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন, এমন তথ্য জানিয়েছে আইএসপিআর।

আজ সোমবার (২৭ জানুয়ারি) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কঙ্গোর চলমান সংঘাতে বাংলাদেশের শান্তিরক্ষীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। 

সংঘর্ষে জাতিসংঘ মিশন মনুসকোর দুই সদস্য এবং দক্ষিণ আফ্রিকার উন্নয়ন সম্প্রদায় বাহিনীর সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। উল্লেখ্য, কঙ্গোর সেনাবাহিনী ও শান্তিরক্ষীরা এম-২৩ বিদ্রোহীদের গোমা শহরের দিকে অগ্রসর হওয়া ঠেকাতে প্রচণ্ড লড়াই চালাচ্ছে। উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা প্রায় ২০ লাখ মানুষের বাসস্থান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন