Logo
Logo
×

সংবাদ

আজ মধ্যরাত থেকে বন্ধ থাকতে পারে রেল চলাচল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৪৮ এএম

আজ মধ্যরাত থেকে বন্ধ থাকতে পারে রেল চলাচল

রানিং অ্যালাউন্সকে মূল বেতনের সঙ্গে যুক্ত করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে আজ সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ট্রেন চালানো বন্ধের হুমকি দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। তিন বছরেরও বেশি সময় ধরে ‘মাইলেজ’ সুবিধা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। 

রানিং স্টাফদের অভিযোগ, ১৬০ বছর ধরে চলা নিয়মে তাদের মূল বেতনের সঙ্গে মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক হিসাব করা হতো। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আপত্তির কারণে সেটি বন্ধ হয়ে গেছে। এর প্রতিবাদে, ২৭ জানুয়ারি দিবাগত রাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

অন্যদিকে রেলপথ মন্ত্রণালয় বলছে, রানিং স্টাফদের দাবিগুলো নিয়ে আলোচনা চলছে। সচিব মো. ফাহিমুল ইসলাম আশা প্রকাশ করেছেন, তারা আন্দোলনে না গিয়ে সমঝোতার পথে এগোবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন