Logo
Logo
×

সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান

থাইল্যান্ডে দেখা মিললো ছাত্র হত্যা মামলার আসামি মুরাদ জংয়ের

মুক্তাদির রশীদ

মুক্তাদির রশীদ

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম

থাইল্যান্ডে দেখা মিললো ছাত্র হত্যা মামলার আসামি মুরাদ জংয়ের

বাংলাদেশ বিমানের টিকিট কাউন্টারে মুরাদ জং। ছবি: বাংলা আউটলুক

সাভার আশুলিয়ায় মুরাদ জং নামে পরিচিত। আসল নাম তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ছিলেন। কিন্তু স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা রানা প্লাজা ধসের আগে, ঝুঁকিপূর্ণ ওই ভবনটি নিয়ে সংবাদ প্রচার করা সাংবাদিককে ধরে নিয়ে হুমকি-ধামকি ও নিপীড়ন চালান। আর এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে তিনি কোণঠাসা হয়ে পড়েন। 

২০২৪ এর জানুয়ারি মাসের ‘ডামি নির্বাচনে’ অংশগ্রহণের মধ্য দিয়ে আবার তিনি রাজনীতিতে ফেরার চেষ্টা করেন। কিন্তু নির্বাচনে হেরে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। যদিও নিষ্ক্রিয়তার পরও নির্বাচনী এলাকায় তার প্রভাব ছিল। সেই সূত্রে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনতা হত্যা মামলায় তিনি আসামিও হয়েছেন। তবে ৫ আগস্টের পর তাকে আর দেশে দেখা যায়নি। 

বাংলা আউটলুকের এই প্রতিনিধি গত ৬ জানুয়ারি মুরাদকে সর্বশেষ থ্যাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত সুবর্ণভূমি বিমানবন্দরের বাংলাদেশ বিমানের টিকিট কাউন্টারে দেখতে পান। সেখানে তিনি ফরাসি বিখ্যাত ব্র্যান্ড ডিয়রের একটি ব্যাগ হাতে নিয়ে মোবাইল ফোন দেখছিলেন।  

সাভার পুলিশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা মুরাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের ঘটনায় দুটি মামলার তথ্য জানায়। একটি ২৭ আগস্টে আশুলিয়া থানায় রুজুকৃত এবং অন্যটি ২৫ আগস্টে সাভার থানায় রুজুকৃত ছাত্র হত্যার সঙ্গে সংশ্লিষ্ট।  

সাভার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি কোথায় আছেন তারা জানেন না। আর তিনি কবে দেশ ছেড়েছেন তার তথ্যও তাদের কাছে নেই। 

মুরাদ জং অবশ্য বাংলা আউটলুকের কাছে দাবি করেছেন, গত ৪ জুলাই তিনি থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন। তারপর থেকে তিনি আর দেশে যাননি। 

মুরাদ জং ১৯৭১ সালের ২৩ আগস্ট ঢাকা জেলার আশুলিয়া থানার টংগাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে ঢাকা-১২ থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির প্রার্থী দেওয়ান মো. সালাহউদ্দিনের নিকট পরাজিত হয়েছিলেন। 

২০০৮ সালের সাধারণ নির্বাচনে অবশ্য ঢাকা-১৯ থেকে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। একই সংসদে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি।

সাভারের রানা প্লাজা ধসে হাজারের ওপর মানুষ নিহত হন। মুরাদ জং সেই প্লাজার মালিক সোহেল রানাকে বাঁচানোর চেষ্টা করেন। এমনকি তিনি রানাকে গ্রেপ্তার থেকে বাঁচিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছেন এমন খবরও সংবাদমাধ্যমে বেরোয়। তিনি রানার রাজনৈতিক গুরু ছিলেন বলেও সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন