Logo
Logo
×

সংবাদ

ড. ইউনূস: শেখ হাসিনার শাসনামলের প্রবৃদ্ধি ‘ভুয়া’ ছিল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০১:০১ পিএম

ড. ইউনূস: শেখ হাসিনার শাসনামলের প্রবৃদ্ধি ‘ভুয়া’ ছিল

সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শেখ হাসিনার শাসনামলের প্রবৃদ্ধিকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “উচ্চ প্রবৃদ্ধির বদলে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রয়োজন।”

ইউনূস সমালোচনা করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের, যারা শেখ হাসিনার সময়কার বিভিন্ন প্রশ্ন এড়িয়ে গেছে। শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০২৪ সালের অভ্যুত্থানের পর দায়িত্ব নেন ইউনূস। 

তিনি বলেন, “শেখ হাসিনা বিশ্বের কাছে তার শাসন পদ্ধতির প্রশংসা দাবি করতেন, কিন্তু আসলেই তা সত্য নয়।” তিনি সম্পদের বৈষম্য দূর করতে বিকেন্দ্রীকৃত অর্থনীতির ওপর জোর দেন। 

২০২৬ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেওয়া ইউনূস নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই বলে জানান। ডাভোসে বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন