Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টে হচ্ছে না

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৪০ এএম

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টে হচ্ছে না

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় তাঁর লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকের সামনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ জানান, নতুন কিছু পরীক্ষার রিপোর্ট শুক্রবার পাওয়া যাবে। যদি সব ঠিক থাকে, তবে খালেদা জিয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনি বাসায় ফিরবেন। পরবর্তীতে তিনি বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হার্টের জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন। কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা বঞ্চিত হওয়ায় তাঁর শারীরিক অবস্থা আরও জটিল হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তবে ওষুধের মাধ্যমে চলমান চিকিৎসা অব্যাহত থাকবে। 

বর্তমানে খালেদা জিয়া প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিপার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো বলে জানান ডা. জাহিদ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন