Logo
Logo
×

সংবাদ

সারজিস আলম পদত্যাগ করলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

সারজিস আলম পদত্যাগ করলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দিয়েছেন সারজিস আলম। বুধবার সকালে ফেসবুকে তিনি ফেসবুকে জানান, গত ৩১ ডিসেম্বর পদত্যাগ করে ৭ জানুয়ারি ‘সাইনিং অথরিটিতে’ হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়েছেন।  

তিনি উল্লেখ করেন, ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায়ও পরিবর্তন আনা হয়েছে এবং সাধারণ সম্পাদক নামে কোনো পদ আর থাকছে না। পদত্যাগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও তিনি জানান, ফাউন্ডেশনে যথেষ্ট সময় দেওয়া সম্ভব হচ্ছিল না বলে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।  

সারজিস আলমের পদত্যাগ ও সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘাতের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন