শাহজালালে নিরাপদে অবতরণ করল বোমা হামলার হুমকি পাওয়া বিমান

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা) ফোন করে জানানো হয়, ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
সংবাদ পাওয়ার পরপরই বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করলে বিমানবাহিনীর সদস্যরা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন।
ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। তাদের সবাইকে নিরাপদে বের করে টার্মিনালে নেওয়া হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিমানবন্দরে ছুটে যান। যাত্রী ও ক্রুদের লাগেজ তল্লাশি করা হয়।
ফ্লাইটটি মঙ্গলবার ইতালির সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।