Logo
Logo
×

সংবাদ

কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার

নির্বাচনী সংস্কারে ফ্যাসিস্ট ঠেকানোর সুপারিশ করেছি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম

নির্বাচনী সংস্কারে ফ্যাসিস্ট ঠেকানোর সুপারিশ করেছি

নির্বাচনী সংস্কারে সংসদে স্বৈরাচার ও ফ্যাসিস্টদের ঠেকানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ শনিবার কুমিল্লা কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এক সেমিনারে এসব কথা বলেন বদিউল আলম। এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর ‘কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক’ এ সেমিনার আয়োজন করে কুমিল্লা বাঁচাও মঞ্চ।

বদিউল আলম বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গন যাতে দুর্বৃত্তমুক্ত হয়, সংস্কারে তাও হাইলাইটস করা হয়েছে। আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় তিন হাজার মানুষ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন ২৫ থেকে ৩০ হাজার। অনেকে চোখ হারিয়েছেন, তাদের সবার আত্মদান যেন বৃথা না যায়।

তিনি আরও বলেন, আমাদের সংসদ ভবন পৃথিবী বিখ্যাত। এখানে কুৎসিত লোকগুলো আবার যাতে প্রবেশ করতে না পারে, সংস্কারে সে সুপারিশ করেছি। নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের যোগ্যতা নিয়েও অনেকগুলো সুপারিশ রয়েছে। আশা করি, সরকার এবং রাজনৈতিক দলগুলো এসব সুপারিশ গ্রহণ করবে। দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার পথ আটকাতেও সুপারিশ করা হয়েছে।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, ১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি নির্বাচনে যে কলঙ্ক হয়েছে, যে জালিয়াতি হয়েছে, তার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ ও জবাবদিহির আওতায় আনতে আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশও করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন