চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ, আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর বেলা ৩টা পর্যন্ত চলছে থেমে থেমে ধাওয়া ও পাল্টা ধাওয়া। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এদিকে ভারতীয়দের অবস্থান টের পেয়ে জড়ো বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সুজন নামের একজন ফেসবুকে সংঘর্ষের ভিডিও পোস্ট করে লেখেন, শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে ভারতের বিএসএফ এবং তাদের জনগণের তাণ্ডব বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশী আম গাছ কেটে নষ্ট করে তার প্রতিরোধে বাংলাদেশ বিজিবি এবং জনগণ একসাথে সম্মুখ যুদ্ধে মোকাবেলার চেষ্টা। বিএসএফ অনবরত গ্যাস বোমা নিক্ষেপ করছে যার কারনে আমাদের প্রতিরোধ করা কষ্ট হচ্ছে...
এ বিষয়ে জানতে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়াদের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনাস্থলে অবস্থান করছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ঘটনায় তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স।
অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে।