Logo
Logo
×

সংবাদ

জাতীয় কবির নাতি অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

জাতীয় কবির নাতি অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৫টায় তিনি অগ্নিদগ্ধ হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে সকাল সাড়ে ৭টায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. শাওন বিন রহমান ইউএনবিকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাসার বাথরুমে গ্যাসলাইটার বিস্ফোরণে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বাবুল কাজী জাতীয় কবির পুত্র সব্যসাচী কাজীর ছোট ছেলে। তার বোন দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজীর বরাত দিয়ে শাওন বিন বলেন, তিনি স্বভাবতই সকালে ওয়াশরুমে ধূমপান করেন। আজ একইভাবে ধূমপানের সময় লাইটার জ্বালাতে গেলে সেটা বিস্ফোরণ হয়ে পুরোটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন