জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে অন্তর্বর্তী সরকার
জুলাই ঘোষণাপত্র নিয়ে সকল অংশীজনের অভিমত গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চিঠি মারফত অভিমত গ্রহণের এই প্রক্রিয়া ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।
এর আগে ১৬ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় সংলাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সরকার জানায়, অংশীজনদের মতামত পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। এটি জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে।
গণউত্থানের প্রেক্ষাপটে ঘোষিত এই উদ্যোগে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে বলে আশা করছে সরকার।