হাজারীবাগের লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগের লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। এছাড়া উদ্ধার সহায়তায় সেনাবাহিনী ও ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দুপুর ২টা ১৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
জানা গেছে, ভবনটিতে ৮ থেকে ১০ জন শ্রমিক আটকে পড়েছে। তাদের উদ্ধারে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুরে হাজারীবাগের ট্যানারির কাঁচাবাজার সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় ফিনিক্স লেদারের গোডাউনে আগুন লাগার সংবাদ পায় তারা। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পর্যায়ক্রমে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।