পাঠ্যবই
‘আদিবাসী’ গ্রাফিতি সরিয়ে নিলো এনসিটিবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টির দাবির মুখে নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের কাভার থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি সরিয়ে দিয়েছে এনসিটিবি(জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড)। রোববার রাতে এই পরিবর্তন আনা হয়েছে।
‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র যুক্তি অনুযায়ী, সংবিধানে ‘আদিবাসী’ শব্দটি উল্লেখ নেই। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার অসাংবিধানিক এবং যথাযথ নয়।
রোববার সকালে স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারে এনসিটিবির সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
তারা এনসিটিবির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানান।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নবম ও দশম শ্রেণির বইয়ের পেছনের কাভার থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি সরিয়ে ফেলা হয়। পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণেও পরিবর্তন আনা হয়। এনসিটিবির ওয়েবসাইটে আপডেট হওয়া সংস্করণে ‘বল বীর, চির উন্নত মম শির’ শীর্ষক গ্রাফিতি যুক্ত করা হয়েছে।