Logo
Logo
×

সংবাদ

ভ্যাট বাড়ানোর কারণ জানাল প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম

ভ্যাট বাড়ানোর কারণ জানাল প্রেস উইং

শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর চাপে নয়, বরং জিডিপিতে করের অবদান (ট্যাক্স-জিডিপি রেশিও) বাড়াতেই সরকার কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়িয়েছে।

আজ রবিবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, সত্যিকার অর্থে আমরা চাচ্ছি যে ট্যাক্স এমন একটা জায়গায় যাক যেন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। ট্যাক্স-জিডিপি অনুপাত কমে যাওয়া মানে যে ঋণ করা হচ্ছে, তা পরিশোধ করা সম্ভব নাও হতে পারে। দেশের মানুষের ভালোর জন্য এবং প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে। এর পরিপ্রেক্ষিতেই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে।

তিনি বলেন, আমরা বলছি না যে ট্যাক্স বাড়ালে মানুষের ওপর প্রভাব পড়বে না। তবে আমরা মনে করছি— সেটা খুবই মিনিমাম হবে।

আইএমএফের চাপে ভ্যাট বাড়ানো হচ্ছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আইএমএফের কথা আমরা কেন নেব। আমাদের এখানে অর্থনীতিবিদেরা আছেন। আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা দরকার। এটা না থাকলে টাকার মান কমে যায়।

প্রেস সচিব বলেন, স্থিতিশীলতা বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে। গত ৫ মাসে আমাদের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা। এ ঘাটতি আমাদের মেটাতে হবে। দেশের ফিন্যান্সিয়াল হেলথ (আর্থিক স্বাস্থ্য) ভালো হলে মূল্যস্ফীতি কমে আসে। আইএমএফের ঋণটাই মুখ্য নয়। আইএমএফের সঙ্গে সম্পর্ক তৈরি হলে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য তারা বেস্ট সাজেশন দেয়। তারা যেখানে ঋণ দেয়— সেখানে বিশ্বব্যাংকসহ বাইরের বিভিন্ন বিনিয়োগ আসা সহজ হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন