Logo
Logo
×

সংবাদ

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি: প্রেস সচিব

শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি এবং করবেও না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে।

আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেভলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় বাংলাদেশের ২১৫টি গ্রিন ফ্যাক্টরি কি সত্যিই আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত কি না প্রশ্ন তোলেন প্রেস সচিব। অনুষ্ঠানে ডেভলপমেন্ট মিডিয়া ফোরামের লোগো উন্মোচন করা হয়।

এই ফোরামের মাধ্যমে সাংবাদিক এবং উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে। এছাড়াও পেশাগত দক্ষতা উন্নয়নে সাংবাদিকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আয়োজনে একটি তথ্য ভাণ্ডার করার কথাও জানান প্রেস সচিব।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন