Logo
Logo
×

সংবাদ

আ.লীগ এমপিকে নিয়ে বিনা মূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখেছিলেন টিউলিপ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

আ.লীগ এমপিকে নিয়ে বিনা মূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখেছিলেন টিউলিপ

টিউলিপ সিদ্দিক ও তার ভাই-বোনেরা ২০১৯ সালে বিনামূল্যে দুটি ক্রিকেট ম্যাচ উপভোগ করেছিলেনন। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এসব ম্যাচে তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

ম্যাচ দুটি ছিল ওভাল ক্রিকেট স্টেডিয়াম এবং লর্ডসে। ম্যাচ দুটি ছিল ওই বছল ৫ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড এবং জুলাইয়ে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে। প্রতিটি টিকিটের মূল্য ছিল ৩৫৮ দশমিক ৮০ পাউন্ড (দুপুরের খাবারসহ)।  

দুর্নীতির অভিযোগ

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজী নাবিল আহমেদসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। অভিযোগগুলো হলো:  ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ ও স্বর্ণ পাচার। কাজী নাবিল ২০১৪-২০২৪ সংসদ সদস্য ছিলেন এবং ৫ আগস্টের পর দেশ ছেড়েছেন বলে শোনা যায়।  

টিউলিপের সম্পৃক্ততা ও সমালোচনা

টিউলিপ সিদ্দিক নিজেকে শেখ হাসিনা সরকারের সাথে দূরে রাখার চেষ্টা করলেও ২০১৯ সালের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কিয়ার স্টারমারের প্রচারণায় লেবার পার্টির পক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনের পর আওয়ামী লীগ সমর্থকরা ফুল নিয়ে টিউলিপের উত্তর লন্ডনের বাড়িতে উপস্থিত হন। ওই বাড়ির মালিক শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবদুল করিম।  

লেবার পার্টির সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণে টিউলিপ ওই বাড়িতে থাকেন।

অন্যান্য অভিযোগ

২০২১ সালে ব্রাইটনের লেবার পার্টির সম্মেলনে আওয়ামী লীগ সমর্থকরা অংশ নেন। এদের মধ্যে ছিলেন আবদুল শাহিদ শেখ (জনসংযোগ কর্মকর্তা), যুবলীগ সদস্য মোহাম্মদ আয়াস, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। লেবার পার্টির দাবি, এটি কোনো পক্ষপাতের উদাহরণ নয়।

তবে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি আহ্বান জানিয়েছেন টিউলিপকে বরখাস্ত করার জন্য।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন