Logo
Logo
×

সংবাদ

বিএসএফের বিরুদ্ধে এবার গুলি ছোড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০০ পিএম

বিএসএফের বিরুদ্ধে এবার গুলি ছোড়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাকপাড়া সীমান্তে শুক্রবার গভীর রাতে ৮-৯ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

বিজিবি জানিয়েছে, তারা তিন রাউন্ড গুলির শব্দের বিষয়টি নিশ্চিত হলেও কে বা কারা গুলি করেছে, তা নিশ্চিত নয়। এদিকে একই উপজেলার চৌকা সীমান্তে আগে থেকেই নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল বিএসএফ, যা নিয়ে সেখানেও উত্তেজনা রয়েছে।

৮ নম্বর শাহবাজপুর ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, সাধারণত চোরাই পণ্য পাচারের সময় বিএসএফ ফাঁকা গুলি চালায়। তবে গুলিতে কেউ হতাহত হয়েছে কিনা, এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি বলছে, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা ও তদন্ত চলছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন